কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো সৌদি
কলকাতা টাইমসঃ
আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো সৌদি আরব। একইসঙ্গে কানাডায় অবস্থিত নিজেদের দেশের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। টুইট বার্তায় সৌদি পররাষ্ট্র মন্ত্রক জানায়, কানাডার রাষ্ট্রদূতকে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সঙ্গে নতুন করে বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
সম্প্রতি সৌদি আরবে দুই মানবাধিকার কর্মীকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কানাডা। একই সঙ্গে তাদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত। সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সৌদি পররাষ্ট্র মন্ত্রক জানায়, কানাডার এই ধরনের আচরণ সৌদি সরকারের বিরুদ্ধে যুদ্ধের সামিল।