করোনা রুখতে চীনের সঙ্গে বিপুল অংকের চুক্তি করলো সৌদি আরব
কলকাতা টাইমসঃ
করোনা রুখতে চীনের সঙ্গে বিপুল অংকের চুক্তি করলো সৌদি আরব। গতকাল রবিবার চীনের জিনোম ইনস্টিটিউটের সঙ্গে এই চুক্তি করেছে সৌদি। এই চুক্তির মাধ্যমে চীনের ৬ টি আধুনিক পরীক্ষাগার এবং ৫০০ বিশেষজ্ঞের সাহায্য নেবে সৌদি। একই সঙ্গে প্রচুর পরিমানে টেস্ট কিট আমদানি করে দৈনিক ৬০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
সৌদি সরকার আমেরিকা, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকেও করোনা কিট কিনেছে। যার পরিমাণ ছিল ১৪.৫ মিলিয়ন ডলার। সৌদি আরবে ১৭,৫২২ জন করোনা আক্রান্ত। মৃত ১৩৯ জন। ইতিমধ্যেই দেশজুড়ে কারফিউ জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।