জার্মানিকে নাস্তানাবুদ করে চমকে দিলো সৌদি আরব !
নিউজ ডেস্কঃ
শুক্রবার রাতে জার্মানির বিরুদ্ধে রীতিমতন চমকে দিলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ফুটবলাররা। মরুর দেশের বাসিন্দাদের সঙ্গে বেশ কাঠ-খড় পুড়িয়ে জিততে হয়েছে জার্মানদের। আগাগোড়া ম্যাচে দাপট দেখিয়েছে সৌদি অারব। পাসিং, বল দখল, অ্যাটাক, ডিফেন্স সবদিক থেকেই এগিয়ে ছিল সৌদি। শুক্রবার রাতে লেভারকুশনে অনুষ্ঠিত এই ম্যাচে অল্পের জন্য হার এড়াতে পারেনি হুয়ান অ্যান্তোনিও পিজ্জির শিষ্যরা। তবে সৌদির হারে অবদান রয়েছে রেফারিরও। ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মান ডিফেন্ডার ম্যাটস হোমেলস সৌদি আরবের মোহাম্মদ আল সাহলাউইসের জার্সি টেনে ধরে ফেলে দেন। কিন্তু রেফারি সেটিকে পেনাল্টি দেননি। যেকারণে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় জার্মানরা।
উল্লেখ্য, ২০০২ সালের বিশ্বকাপ ম্যাচে সৌদিকে ৮-০ গোলে হারিয়েছিল জার্মানরা। কিন্তু আজ আর সেই সৌদি নেই। অনেকটাই বদলে গেছে তাদের ফুটবল দক্ষতা। ২-১ গোলে হেরেছে সৌদি। কিন্তু, ফলাফল অন্যরকম হতেই পারতো।