সেদেশের সরকারকে না জানিয়েই এক ইন্দোনেশিয়ান মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি !
কলকাতা টাইমসঃ
ইন্দোনেশিয়ার সরকারকে না জানিয়েই তাদের এক অভিবাসী মহিলা কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি। ২০১১ সালে মালিককে খুনের অভিযোগে গত পরশু ২৯ অক্টোবর তুতি তুরসিলাবাটি নামের ওই মহিলা কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তুতি তুরসিলাবাটির অবশ্য দাবি, তাকে যৌন হয়রানি করার চেষ্টা করা হয়েছিল। নিজেকে রক্ষার জন্যই তিনি ওই কাজ করেন।
গত তিন বছরে এই নিয়ে চার ইন্দোনেশিয়ান কর্মীর মৃতুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সেই সময়েও সৌদি সরকার ইন্দোনেশিয়াকে না জানিয়েই সাজা কার্যকর করে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের এক সপ্তাহ পরই তুতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেই বৈঠকে অভিবাসীদের অধিকার নিয়ে আলোচনা করেছিলেন দুজনে।