জলসায় গায়ককে জড়িয়ে ধরে গ্রেফতার সৌদি তরুণী
কলকাতা টাইমসঃ
সৌদি আরবে একটি গানের অনুষ্ঠান চলাকালীন এক তরুণী মঞ্চে উঠে হঠাৎই গায়ককে জড়িয়ে ধরলে তাকে গ্রেফতার করে সেদেশের পুলিশ। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে এক সঙ্গীত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
তায়েফের অনুষ্ঠানটিতে মাজিদ আল-মোহান্দিস নামে সেদেশের একজন বিখ্যাত গায়ক তখন গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব-পরা এক তরুণী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং আল-মোহান্দিসকে জড়িয়ে ধরেন। ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন কয়েকজন নিরাপত্তা রক্ষী। তারা ওই তরুণীকে মঞ্চ থেকে নামিয়ে দেন।
সৌদি আরবে মহিলাদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সাথে প্রকাশ্যে মেলামেশা করা অপরাধ। এছাড়া মদ্যপান, পোশাক, এবং নারী-পুরুষের মেলামেশার ব্যাপারে কড়া আইন রয়েছে। পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যে ওই নারীর বিরুদ্ধে হয়রানির মামলা আনা হয়েছে। আল-মোহান্দিস (যার ওয়েবসাইটে তাকে ‘আরব গানের যুবরাজ’ বলে বর্ণনা করা হয়) এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি।