পাকিস্তানের দোসর হওয়ায় চীনকে বিরাট ধাক্কা সৌদির !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের দোসর চীনকেও রেহাই দিতে নারাজ বিশ্বের তেল দৈত্য বলে পরিচিত সৌদি আরব। পাকিস্তানকে সাহায্য করার অভিযোগে চীনের সঙ্গে এক বড়োসড়ো ডিল ক্যান্সেল করে দিলো মধ্যপ্রাচ্যের এই অন্যতম শক্তিধর দেশ। সৌদির এই পদক্ষেপ চীনের সাম্প্রতিক বাণিজ্য পরিস্থিতিতে এক বড়ো ধরণের ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা .
কি সেই ডিল? জানা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ তথা সৌদি আরবের সরকারি তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চীনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল। সৌদির এই তেল কোম্পানির চিনে একটি বৃহৎ তৈল পরিশোধনাগার এবং একটি পেট্রোক্যামিকেল কম্প্লেক্স গড়ে তোলার কথা ছিল। চীনকে বার্তা দিতে এই চুক্তিই বাতিল করে দিলো অ্যারামকো।
কেনো? পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বিবাদের জেরে তাদের যাবতীয় সাহায্য বন্ধ করে দেয় সৌদি। এমনকি তাদের থেকে ধার নেওয়া অর্থও আইন মোতাবেক ফেরত চেয়েছে তারা।পাকিস্তানকে সেই অর্থ দিয়ে সাহায্য করতে উদ্বত হয় শি জিনপিংয়ের দেশ। এই ঘটনায় পাকিস্তানের ওপর বেজায় চটে থাকা সৌদি চীনকেও মোক্ষম জবাব দেওয়ার রাস্তায় হাঁটলো।