November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মিঠুন প্রসঙ্গে সৌগতের বেনজির কটাক্ষে অবাক রাজনীতি মহল  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বার তৃণমূল সাংসদ সৌগত রায় সভায় দাঁড়িয়ে মহাগুরুকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করলেন সাংসদ। বললেন, “বম্বেতে কাজ পান না তাই বাংলায় আসছেন।” সাংসদের এই মন্তব্যে তুমুল বিতর্ক। পালটা দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

সামনেই পঞ্চায়েত ভোট। নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। চলছে প্রচার, অন্যপক্ষকে আক্রমণ। রাজ্যজুড়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করেছে তৃণমূল। শনিবার সেই কর্মসূচির অংশ হিসেবে খড়দহে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখান থেকেই নজিরবিহীনভাবে কটাক্ষ করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

সৌগত বলেন, “মিঠুন বুড়ো হয়ে গিয়েছেন। বম্বেতে কোনও কাজ পান না তাই বাংলায় এসেছেন।” এরপরই আবাস যোজনা ঘর প্রসঙ্গ তুলেও আক্রমণ করেন মিঠুনকে। বলেন, “দু’দিন আগে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) পা ধরত। মিঠুনের বাবার ক্ষমতা নেই ঘর তৈরি করে দেওয়ার। ও জানে ঘর তৈরিতে কত টাকা লাগে?” সৌগত রায়ের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ময়দানে নেমে বারবার কটাক্ষের শিকার হচ্ছেন মিঠুন চক্রবর্তী। এর আগে তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পালটা তাঁকে এলিতেলি গঙ্গারাম বলে তোপ দাগেন মিঠুন। এবার ফের কটাক্ষের শিকার সৌগত।

Related Posts

Leave a Reply