January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

পাল্টে গেলো ইডেনের ঐতিহাসিক টেস্টের সময় সূচি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে কিছুটা বিদ্ধস্ত বাংলাদেশ। এই আবহেই আগামীকাল বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। যার আকর্ষণের মূল কেন্দ্র ইডেন গার্ডেন্স। ২২ নভেম্বর সেই ইডেনেই হবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। এরই মাঝে ইডেন টেস্টের সময়ে কিছুটা বদল করা হল বলে খবর।

দুপুর দেড়টার পরিবর্তে ইডেনে প্রতিদিনের খেলা ১ টায় শুরু করার জন্য ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুমতি চায় সিএবি। সেই সম্মতি দিয়েও দিয়েছে বিসিসিআই৷ বিসিসিআই জানাচ্ছে, “শিশিরের কথা মাথায় রেখে সিএবি’র অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে দুপুর ১টায়। শেষ হবে রাত ৮ টায়।”

Related Posts

Leave a Reply