এশিয়া কাপের ‘সুপার ফোর’ -এর সূচি
কলকাতা টাইমসঃ
হংকং ও শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে আগেই ছিটকে যাওয়ায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। কারণ, ‘বি’ গ্রুপ থেকে এই দুটি দল আগেই সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের শেষ চারে এই চার দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল। দুবাইয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
আগামীকাল, ২১ সেপ্টেম্বর সুপার ফোরের দু’টি ম্যাচ রয়েছে। দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এবং আবুধাবিতে আফগানদের প্রতিপক্ষ পাকিস্তান। একদিন বিরতির পর ২৩ সেপ্টেম্বর আবারো রয়েছে দু’টি ম্যাচ। দুবাইয়ে লড়বে দুই চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তান। আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়বে ভারত। পরের দিন ২৬ সেপ্টেম্বর আবুধাবিতে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।