January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সেরা অলসের জন্য বরাদ্দ ১ লাখ ৬০ হাজারের স্কলারশিপ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নেকে এমন স্বপ্ন দেখেন যদি সারাদিন শুয়ে, বসে কাটিয়ে দেওয়া যেতো। কোনও কাজ না করতে হতো। হ্যা, আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার জন্য এসেছে সেই সুযোগ। আবেদন করুন। শুয়ে বসে আয় করুন ১ লাখ ৬০ হাজার টাকা।

আর এই সুযোগ দিচ্ছে জার্মানির হামবুর্গের The University of Fine Arts। যিনি নির্বাচিত হবেন তাকে দেওয়া হবে ১ হাজার ৬০০ ইউরো। আসলে একটি গবেষণার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মধ্যে কাজ করার ও অবসর যাপনের যে যৌথ ইচ্ছা থাকে, তা যাচাই করতেই এই আয়োজন।

ফ্রেডরিখ বন বরিস নামে এক গবেষক বলেন, ‘আপাতভাবে বিষয়টিকে ঠাট্টা মনে হলেও এটি তা নয়। মূলত অবসর যাপনের চূড়ান্ত রূপ কী হতে পারে, সেটাই দেখা এর উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা কতক্ষণ কিছু না করে থাকতে পারছেন। তার পাশাপাশি কোন ধরনের কাজ তারা করতে চাইছেন না, সেটাও বিচার করে দেখা হবে।সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামে আবেদন করা যাবে। যদি নির্বাচিত হন তাহলে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে স্কলারশিপ দেওয়া হবে।

Related Posts

Leave a Reply