January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সূর্যতে কলকাঠি নাড়ছে এলিয়েনরা, দাবি বিজ্ঞানীদের!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সূর্যের আলো ছাড়া এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যে কোনো ভাবেই সম্ভব ছিল না, এই কথাটা বৈজ্ঞানীরা সত্য প্রমাণ করেছে। তবে এই বিষয়টি কারোই অজানা নয়। কিন্তু, আমাদের অলোচনা হল, এই পৃথিবীতে কতটুকু আলো পৌঁছবে, তা নাকি আসলে নির্ভর করছে কিছু উড়ন্ত চাকতির উপর। যারা সূর্যকে বেষ্টন করে ঘুরে চলেছে। হ্যাঁ, মঙ্গল নিয়ে গবেষণা চালাচ্ছেন, এমন কয়েকজন বিজ্ঞানীর ধারণা তেমনটাই।

ইউএফও-লজিস্টরা বলছেন, তারা এমন কয়েকটি UFO-কে এই সপ্তাহে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। যারা সূর্যকে আবর্ত করে নিজের মতো ঘুরে চলেছে। Solar Heliospheric Observatory থেকে সেই UFO-র কিছু ছবিও এসেছে।

সূর্যের চারপাশে এই UFO-র উপস্থিতি এই প্রথম নয়। রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ছয়-সাত বছর আগেও তারা এমন উড়ন্ত চাকতি সূর্যের চারপাশে ঘুরতে দেখেছেন।

ইউটিউবে সেই উড়ন্ত চাকতির ছবিও প্রকাশ করা হয়েছে। অদ্ভুত সবুজ আলোয় ঝলমলে গ্যাসীয় বলের মতো কিছু ভেসে বেড়াতে দেখা যাচ্ছে সূর্যের বুকে। দাবি, এগুলো আসলে ইউএফও।

UFO সাইটিংস ডেলির স্কট সি ওয়ারিং-এর রিপোর্টে উল্লেখ করা হয়, ছয়-সাত বছর আগে আমরা প্রথমবার এই খবর শুনেছিলাম। যখন রাশিয়ার দুই বিজ্ঞানী প্রথম দাবি করেন, সূর্যের বুকে অসংখ্য UFO ভেসে বেড়াচ্ছে। রোজ তারা ঘুরছে বিরামহীন, দিনে ২৪ ঘণ্টাই।

এমনো বলা হয়, নিজের ইচ্ছেমতো এই উড়ন্ত চাকতিগুলো গতি কমায়-বাড়ায়। গতিপথ পরিবর্তন করে। কিন্তু কেন গতি কমে-বাড়ে, সেই কারণ যদিও অজানাই। তবে, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যেটা মনে করছেন, ভিনগ্রহী এলিয়েনরাই সূর্যকে নিয়ন্ত্রণ করে চলেছেন।

Related Posts

Leave a Reply