সার্চ করলেই আটকে যাবে সরকারের অপছন্দের পোস্ট!
২০১০ সালে চীনে গুগল সার্চ ইঞ্জিন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
অনলাইন নিউজ সাইট দ্য ইন্টারসেপ্ট জানায়, গুগল ‘ড্রাগনফ্লাই’- এই সাংকেতিক নামে চীনের জন্য সেন্সরড সার্চ ইঞ্জিন তৈরির একটি প্রকল্প চালাচ্ছে।
‘মানবাধিকার’, ‘ধর্ম’— এই শব্দগুলো বা এর সঙ্গে সম্পর্কিত কোনো ওয়েবপেজ দেখাবে না বিশেষ এই সার্চ ইঞ্জিন। তবে চীনের একটি রাষ্ট্রীয় পত্রিকা সিকিউরিটিজ চায়না এই খবর অস্বীকার করেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ বিষয়ে জিজ্ঞাসা করলে, গুগলের একজন মুখপাত্র একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন।
এতে তিনি বলেন, ‘আমরা চীনের জন্য কয়েকটি মোবাইল অ্যাপ তৈরি করছি। সেখানে জেডি ডটকমের মতো কয়েকটি প্রতিষ্ঠানে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছি। কিন্তু, আমরা দিনে পরিকল্পনার বিষয়ে অনুমান নির্ভর মন্তব্য করব না।’
গুগলের অভ্যন্তরীণ কয়েকটি দলিল ও সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারসেপ্টের জানায়, ২০১৭ সালের মাঝামাঝিতে ড্রাগনফ্লাই প্রকল্প শুরু হয়। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চীনের কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর ডিসেম্বর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্প।