৩১টি ক্লাবে খেলার বিশ্বরেকর্ড গড়ে ফুটবলকে বিদায় জানালেন সেবাস্তিয়ান আব্রিউ
কলকাতা টাইমসঃ
৩১টি ক্লাবে খেলার গিনেস রেকর্ড গড়ে ফুটবলকে বিদায় জানালেন উরুগুয়ের তারকা ফুটবলার সেবাস্তিয়ান আব্রিউ। ৪৪ বছর বয়সে এসে খেলা থামানোর সিদ্ধান্ত নিলেন। দু দুটি বিশ্বকাপে অংশ নেওয়া এই উরুগুয়েন স্ট্রাইকার দেশের হয়ে ৭০টি ম্যাচে খেলে ২৬টি গোল করেছেন। ২০১১ সালে কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রেও অংশীদারি ছিলো এই ফুটবলারের।
উরুগুয়ে, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, মেক্সিকো, ইজরাইল, গ্রিস, প্যারাগুয়ে, ইকুয়েডর, চিলি এবং এল সালভাদরের মতো ১১টি দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন সেবাস্তিয়ান। ২০১৭ সালে ২৬তম দলে সই করার সঙ্গে সঙ্গেই গিনেস বুকে জায়গা করে নেন তিনি। বিগত ২৬ বছরের বর্ণময় ফুটবল জীবনকে এবার বিদায় জানালেন চিরতরুণ এই ফুটবলার।