November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বলে কি ? দ্বিতীয় সন্তানদের নাকি অপরাধী হওয়ার শঙ্কা বেশি

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় সন্তান অপরাধী হওয়ার শঙ্কা বেশি। স্কুল থেকে শুরু করে পরবর্তী জীবনে দ্বিতীয় সন্তানদের অপরাধ করার হার বেশি।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গবেষকরা ডেনমার্ক এবং ফ্লোরিডায় কয়েক হাজার ভাইয়ের ওপর দীর্ঘদিন পর্য(বেক্ষণ করে এ সিদ্ধান্তে এসেছেন। তারা দেখেছেন, দুেই ভাইয়ের মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য রয়েছে। বিশেষ করে ছোটভাই অপরাধ প্রবণ।

গবেষকরা দেখেছেন, সবখানেই দ্বিতীয় সন্তান তার বড় ভাইয়ের চেয়ে অনেক বেশি অপরাধ প্রবণ।

প্রধান গবেষকের দাবি, দুই এলাকায় দেখা গেছে, বড় ভাইয়ের চেয়ে ছোটভাই অনেকটা ভিন্ন আচরণের। একই পরিবারে তিন-চারজন সন্তান থাকলেও দ্বিতীয় সন্তান ৩০-৪০ শতাংশ বেশি অপরাধী টাইপের। এমনকি প্রথম সন্তানের তুলনায় দ্বিতীয়  সন্তানদের কারাবরণের হারও বেশি।

গবেষকরা বলছেন, প্রথম সন্তানকে মা-বাবা যেভাবে গড়ে তোলেন, দ্বিতীয় জনকে সে অনুসারে বেশি ছাড় কিংবা কোনো ক্ষেত্রে শাসন না করার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে।

Related Posts

Leave a Reply