দ্বিতীয়বার ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতে নিয়ে নজির সৃষ্টি করতে চলেছে এমবাপ্পে!
কলকাতা টাইমসঃ
দ্বিতীয়বারের জন্য ‘ইউরোপিয়ান গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন এমবাপ্পে। ২০০৩ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার কেউ দ্বিতীয়বার পাননি। যদিও এই পুরস্কারের জন্য ইউরোপের শীর্ষ লিগে খেলেন এমন ৬০ তরুণ ফুটবলারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডের নিয়ম অনুযায়ী মনোনয়ন পাওয়া খেলোয়াড়দের বয়স ২১ বছরের কম হতে হবে।
এমবাপ্পের সঙ্গে এই তালিকায় রয়েছেন তিমোথি উইয়েহ, ক্রিস্টিয়ান পুলিসচিস, ফিল ফোডেন ও আশরাফ হাকিমির মতো প্রতিভাবানরা। তবে শেষ এক বছর যে স্বপ্নের মতো কেটেছে ফরাসি স্ট্রাইকারের। সর্বশেষ জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপটাও জিতেছেন এমবাপ্পে। ফাইনালেগোলও করেছেন।