মাধ্যমিক পরীক্ষায় আরও কড়া হলো মধ্যশিক্ষা পর্ষদ
কলকাতা টাইমসঃ
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন করা পদক্ষেপের ইঙ্গিত দিলো মধ্যশিক্ষা পর্ষদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রাক্কালে আজ এক সাংবাদিক সম্মেলন করেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপরও একাধিক বিধিনিষেধ থাকছে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি।
এবারই প্রথম স্পর্শকাতর এলাকায় পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। শিক্ষক বা শিক্ষার্থী কেউ স্মার্ট ফোন স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০ টায় প্রশ্নপত্রের সিল করা প্যাকেটে পৌঁছবে পরীক্ষাকেন্দ্রে। ১১টা ৪০ মিনিট নাগাদ খোলা হবে সেই প্যাকেট। ১১টা ৫০ মিনিটে উত্তরপত্র সরবরাহ করা শুরু হবে।