এক ছটাক হাসির পিছনে এই রহস্য? জেনে নিন…
কলকাতা টাইমস :
মুখে এক ছটাক হাসি দেখার জন্য আমরা কত কিছুই না করি। কেউ রেগে যাওয়া প্রেমিকার মুখে হাসি ফোটাতে অভিমান দূর করতে লেগে পড়েন। কেউ আবার, প্রিয়জনের মুখে হাসি আনতে নিজেকে উজার করে দেন।
এক ছটাক হাসি। যেন মন ভুলিয়ে দেয়। মনের মধ্যে শান্তি নিয়ে আসে। কিন্তু, এই হাসির পিছনের রহস্যটাকে জানেন?
১. মুখে হাসি, ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব হাসি বন্ধ করা গেলেই ভাল। আসলে এই হাসির কারণ সৌজন্যতা। কিন্তু, অনেকে এই সৌজন্যতাকে পাত্তা দেন না। তাই মুখে হাসি থাকলেও মনে মনে বাপ-বাপান্ত।২. ভাব প্রকাশের অন্যতম শক্তিশালি হাতিয়ার হাসি।
৩. হাসি হল একটা অনুভূতি। যে অনুভূতি সবসময়েই ঠোঁঠের কোণে বজায় থাকে।
৪. যাঁরা কম হাসে তাঁদের থেকে দূরে থাকুন। কারণ, এরা মিথ্যুক হয়।
৫. হাসি দিয়ে অনেক সময় প্রচুর মানুষের ভরসা যেতে হয়।
৬. হাসির সঙ্গে শারীরিক সম্পর্কের যোগ আছে।
৭. পুরুষদের ধারনা তাঁদের হাসি দেখেন মেয়েরা পাগল হয়ে যায়। কিন্তু, এক সমীক্ষায় প্রকাশ পুরুষদের হাসি মহিলারা পছন্দ করেন না। উল্টোদিকে মহিলারা পুরুষদের লক্ষ করে হাসলে তাতে নাকি কেল্লা ফতে হতে পারে।