‘হাভানা সিনড্রোম’ শেষে মার্কিন গোয়েন্দাদের আওতায় !
কলকাতা টাইমস :
‘হাভানা সিনড্রোম’ দেখা দেওয়ার কারণ খুঁজে পেয়েছেন মার্কিন গোয়েন্দারা। আমেরিকার গোয়েন্দাদের একটি প্যানেল এ ব্যাপারে রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, পালসড ইলেকট্রোম্যাগনেটিক শক্তির প্রভাবে ‘হাভানা সিনড্রোম’ দেখা দেয়।
বিশ্বজুড়ে মার্কিন কর্মীরা ‘হাভানা সিনড্রোমে’ আক্রান্ত হচ্ছেন কোনো ডিভাইসের প্রভাবে নাকি তারা প্রাকৃতিকভাবে শারীরিক কারণে অসুস্থ হচ্ছেন, তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে।
মার্কিন গোয়েন্দাদের একটি প্যানেল সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, এ ধরনের ঘটনা আসলেই ঘটছে।
এটি ঘটছে বাইরের উৎসের প্রভাবে। তবে, এই উপসর্গ দেখা দেওয়ার পেছনে দায়ী ঠিক কী বা কারা, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।এর আগে ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কর্মী এবং গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে হাভানা সিনড্রোম দেখা দেয়। প্রথমে, এসব সমস্যার পেছনে বাইরের কোনো কিছু দায়ী থাকার শঙ্কা সরকারের মধ্যেই খারিজ হয়ে যায়।
জানা গেছে, মাথা ঘোরা, ভারসাম্যহীনতা, কানে কম শোনা, স্মৃতি হারানো ও দুশ্চিন্তার মতো লক্ষণ দেখা দেয় হাভানা সিনড্রোমে। গুঞ্জন রয়েছে, প্রতিপক্ষকে শায়েস্তা করার অস্ত্র এটি।
ফলে গত বছর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে মার্কিন গোয়েন্দারা। তারপর বিশ্বে হাজারো মানুষের মধ্যে এ ধরনের উপসর্গের তথ্য পাওয়া যায়।
এ বছরের জানুয়ারিতে সিআইএ পরিচালিত গবেষণায় দেখা যায়, অন্য কোনো রাষ্ট্র এটি করার তথ্য নেই। অনেক ক্ষেত্রে প্রাকৃতিক কারণে কিংবা চাপের ফলে এটি হচ্ছে। যদিও বেশ কিছু বিষয় ব্যাখ্যা করা যায়নি।
এবার নতুন গবেষণায় বলা হয়েছে, পরিবেশগত বা চিকিৎসা বিজ্ঞানে এসব লক্ষণ ব্যাখ্যা করা যায় না। বাইরের কোনো উৎস বা ডিভাইসের কারণে এটি হতে পারে।
প্যানেল দেখেছে, মনস্তাত্ত্বিক বা সামাজিক কারণ একা উপসর্গ ব্যাখ্যা করতে পারে না। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে কিছু সমস্যা জটিল করতে পারে এগুলো।