শর্ত লাগান, এতদিন ঘুনাক্ষরেও টের পাননি হোয়াটসঅ্যাপের এই অপশনগুলো
১। আপনি আর আপনার বন্ধু একে অপরকে কত মেসেজ পাঠিয়েছেন জেনে যাবেন সেটিংস থেকে। সেটিংস> অ্যাকাউন্ট> নেটওয়ার্ক ইউসেজ।
২। ইমেল করতে পারেন আপনার কনভারসেশন। চ্যাট ওপেন করে অপশন কি> মোর> ইমেল কনভারসেশন।
৩। বিরক্তিকর গ্রুপকে মিউট করে দিতে পারেন। অপশন কি-তে পেয়ে যাবেন মিউট অপশন। এবার বেছে নিন কতক্ষণের জন্য আপনি মিউট করতে চান।
৪। লুকিয়ে রাখতে পারেন আপনার ‘লাস্ট সিন’ টাইম। সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> লাস্ট সিন।
৫। ঠিক করে দিতে পারেন কারা আপনার প্রোফাইল ফোটো ও স্ট্যাটাস দেখতে পাবেন আর কারা দেখতে পাবেন না। ফোটো লুকিয়ে রাখার ক্ষেত্রে সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> প্রোফাইল ফোটো-তে গিয়ে বেছে নিন এভরিওয়ান, নো বডি বা মাই কনট্যাক্টস। স্ট্যাটাসের ক্ষেত্রেও ঠিক একইরকম।