বেশী টিভি দেখেন নাকি ! পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
পুরুষের শারীরিক কার্যক্রম দ্বারা প্রভাবিত হতে পারে তার সন্তান উৎপাদন ক্ষমতা, নতুন একটি গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ দীর্ঘ সময় টিভির সামনে থাকে তাদের তুলনায় যারা বেশী সময় শারীরিক কর্মকান্ডে ব্যস্ত থাকে তাদের সন্তান উৎপাদন ক্ষমতা বেশী থাকে। গবেষক দলের প্রধান অড্রে গাস্কিন্স বলেন “আমাদের জীবনধারা পুরুষের শুক্রানুর সক্রিয়তা এবং সন্তান উৎপাদনের ক্ষমতাকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা খুব কম জানি। তাই এবিষয়ে তুলনামুলক গবেষনায় শুক্রানুর সংখ্যা এবং এর সক্রিয়তায় পরিবর্তন সত্যিই আশ্চর্যজনক। গাস্কিন্স এবং তার সহকর্মীরা ১৮ থেকে ২২ বছর বয়সের মধ্যে ১৮৯ পুরুষের বীর্যমান বিশ্লেষণ, তাদের শারীরিক কার্যক্রম, টিভি দেখার অভ্যাস গবেষণা করে দেখেছেন, যারা প্রায় টিভি দেখেনা তাদের তুলনায় যারা সাপ্তাহিক অধিক ২০ ঘন্টার বেশী টিভি দেখে তাদের শুক্রানু ৪৪% কম সক্রিয়। আবার যেসব পুরুষ সপ্তাহে ৫ ঘন্টার কম ব্যায়াম করে তাদের তুলনায় যারা ১৫ ঘন্টার বা আরো বেশী ব্যায়াম করে তাদের সক্রিয় শুক্রানু ৭৩% বেশী । তারা আরো লক্ষ্য করেছেন পুরুষের স্বাস্থ্য সমস্যা, খাদ্য, দঃশ্চিন্তা এবং ধূমপান দ্বারাও শুক্রাণু মান প্রভাবিত হতে পারে।