দেখে নিন বিশ্বের সেরা খেলোয়াড়দের এই মুহূর্তে রোজগারের বহর
কলকাতা টাইমসঃ
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তকমা ছিনিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার মোট রোজগারের পরিমান দাঁড়ালো এক মরসুমের জন্য প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার। তালিকায় রোনাল্ডোর পরেই রয়েছেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার বেতন ৭.৫ কোটি মার্কিন ডলার, স্পনসরশিপ ৩.৫ কোটি মার্কিন ডলার এবং মোট আয়ের পরিমাণ ১১ কোটি মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলীয় ফুটবলার নেইমারের মোট আয় ৯.৫ কোটি মার্কিন ডলার।
ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মোট আয় ৪.৩ কোটি মার্কিন ডলার। মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ আয় ৪.১ কোটি মার্কিন ডলার। রবার্ট লেভান্ডফস্কির মোট আয় ৩.৫ কোটি মার্কিন ডলার। আন্দ্রেজ ইনিয়েস্তার মোট আয় ৩.৫ কোটি মার্কিন ডলার। পল পগবার মোট আয় ৩.৪ কোটি মার্কিন ডলার। গ্যারেথ বেলের মোট আয় ৩.২ কোটি মার্কিন ডলার। এডেন হ্যাজার্ডের মোট আয় ২.৯ কোটি মার্কিন ডলার।