দরজায় এনাকে দেখে হাড় হিম গোটা এলাকার …
কলকাতা টাইমস :
ধরুন আপনি বাইরে গেছেন। ঘরে তালা। অনেকটা সময় বাইরে কাটিয়ে ফিরে এসে আচমকা দেখলেন অচেনা কেউ আপনার ঘরের দরজা দিয়ে উঁকি মারছে। ঘরে ঢোকার চেষ্টা করছে। কী করবেন ?
থাইল্যান্ডের নন্থাবুরির বাসিন্দা আত্তানাই থাইইউয়ানওংয়ের সঙ্গেও এরকমই একটা অভিজ্ঞতা হয় গত রবিবার। তবে তিনি বাড়ি ফিরে দরজায় যাকে দেখতে পান সে মানুষ ছিল না। বরং প্রকান্ড এক চারপেয়ে সরীসৃপকে (মনস্টার লিজ়ার্ড) দেখতে পান তিনি। আকারে অনেকটা ছোটোখাটো কুমীরের মতো দেখতে। দেওয়াল বেয়ে দাঁড়িয়ে ছিল সেটি। মুখ ছিল দরজার নবে। ভিড় জমে যায় এ দৃশ্য দেখে। পুরো দৃশ্যটিকে রেকর্ড করেন আত্তানাই থাইইউয়ানওংয়ের। চলে সরীসৃপটিকে সরানোর চেষ্টা।
তবে কখন সরীসৃপটিকে সরানো সম্ভব হয় তা স্পষ্ট নয়। যদিও আত্তানাইয়ের ফেসবুক স্টেটাস থেকে এটা জানা যাচ্ছে যে শেষমেশ সরীসৃপটিকে সরানো সম্ভব হয়েছে।
থাইল্যান্ডে কথিত আছে, যারা এইধরনের প্রকান্ড সরীসৃপের মোকাবিলা করতে পারে, ভাগ্য নাকি তাদের সহায় হয়। এই ধরনের সরীসৃপকে তাঁরা স্থানীয়ভাষায় “হিয়া” বলে ডেকেও থাকেন।