সেকি! শাহরুখ খান নাকি পাকিস্তানি সন্ত্রাসবাদী!
তবে অনেক শাহরুখভক্ত আবার এসব মন্তব্য ও সমালোচনার বিরোধিতাও করেছেন। তাদের মধ্যে অসীম তালুকদার নামে একজন লিখেছেন, ‘ভুল, মারাত্মক ভুল হচ্ছে। চিন্তায়, চেতনায়, আলোচনায়। প্রথমতঃ শাহরুখ খান ভারতীয়। তার কোনো আত্মীয় পাকিস্তানে থেকে যাওয়ার কথা ভাবতেই পারেন। সেই আত্মীয় যদি পাকিস্তানের নির্বাচনে প্রার্থী হন তবে শাহরুখের কী করার আছে।’
অনেকে অভিযোগ করে লিখেছেন, ‘শাহরুখ শুধু পাকিস্তানের জন্যই চ্যারিটি করেন।’ এমন অভিযোগকেও হাস্যকর বলে উল্লেখ করেছেন একজন শাহরুখভক্ত। তিনি লিখেছেন, ‘মানবতা কোনো দেশ দেখে না। এর আগে ভারত সরকারও বাংলাদেশে ত্রাণ ও অর্থ পাঠিয়েছে। তাহলে শাহরুখকে কেন আলাদা করে দেখানো হচ্ছে।’
১৯৪৭ সালে দেশ ভাগের পর উত্তর ভারতের অনেক পরিবার ভারত ও পাকিস্তানে ছড়িয়ে পড়ে। বর্তমানে পাঞ্জাব ও দিল্লিতে বসবাসরত অনেকেই পাক বংশোদ্ভূত। এইসব ভারতীয়রা আসলে পাকিস্তানি বলে অনেকের ধারণা। কিন্তু তাদের এমন ধারণাকেও একেবারে হাস্যকর বলে উল্লেখ করেছেন অনেকে।