থানায় বসে গুরুমার আশীর্বাদে দারোগা সাহেবের পদ থেকেই মুক্তি
কলকাতা টাইমস :
দারোগা সাহেব থানাতেই বসে নিচ্ছিলেন গুরুমার আশীর্বাদ। আর যান কোথায়! সমস্যা থেকে মুক্তি না পেলেও সোজা নিজের পদ থেকেই মুক্তি পেয়ে গেলেন। পশ্চিম দিল্লির জনকপুরির ঘটনা। এক পুলিশকর্মী ইন্দ্রপাল স্বঘোষিত গুরুমার আশীর্বাদ নিচ্ছিলেন। সেই ছবি ভাইরাল ও হয়ে গেলো তৎক্ষণাৎ। ইন্দ্রপল ওই থানার দায়িত্বপ্রাপ্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির চাপে পড়ে উচ্চপদস্থ অফিসাররা ইন্দ্রপালকে গুরুত্বহীন পদে বদলি করে দেন।
একটি মাত্র ছবি। তাতে দেখা যাচ্ছে সরকারি পোশাকে নিজের চেয়ার বসে রয়েছেন এক পুলিশকর্মী। তাঁর চোখ বন্ধ। পিছনে দাঁড়িয়ে রয়েছেন গেরুয়া বসনে থাকা স্বঘোষিত গুরুমা নমিতা আচার্য। ছবিটি পদস্থ পুলিশকর্মীর অফিসের বলেই অনুমান। যদিও অভিযুক্ত অফিসারের সাফাই, তিনি চাপের মধ্যে ছিলেন। সেই চাপ মুক্ত হতেই এই আশীর্বাদের ব্যবস্থা। উল্লেখ্য গতবছরেও এরকমই স্বঘোষিত গুরুমা ‘রাধে মা’ পুলিশ অফিসারের চেয়ারে বসে থাকার ছবি ভাইরাল হওয়ায় অভিযুক্ত অফিসারকে বদলি করে দেওয়া হয়েছিল।