মন্ত্রীর সঙ্গে সেলফির দাম ১০ টাকা!
কলকাতা টাইমস :
মঙ্গলে পৌঁছে যাওয়ার যুগে প্রায় অষ্টাদশ শতকের একটি আইডিয়া ধার করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তাঁর সঙ্গে সেলফি তুলতে গেলে ১০ টাকা দক্ষিণা দিয়ে তবে তোলা যাবে। যেমনটা হত ব্রিটেনের রানির সঙ্গে হ্যান্ডশেক করার সময়। দক্ষিণা বাবদ একটা মোটা টাকা তুলে দেওয়া হত রানির কোষাগারে। পরে সেই টাকা খরচ করা হত জনকল্যাণে।
মন্ত্রী জানান, তাঁর বাবা দেবী সিং আগে খান্ডওয়া জেলার শাসক ছিলেন। তাঁর নামেই একটি চ্যারিটেবল সংস্থা রয়েছে যেখানে সেলফি বাবদ পাওয়া টাকা জমা হবে। পরে সেই টাকা খরচ করা হবে গরীবদের উন্নয়নে। তিনি বলেন, ‘বছর খানেক আগে ব্রিটেনে গিয়েছিলাম। সেখানে রানি এলিজাবেথের সঙ্গে হাত মেলানোর জন্য এক লক্ষ টাকা দিতে হয়েছিল। টাকার অঙ্ক শুনে বেশ চমকেই গিয়েছিলাম। পরে জেনেছিলাম এই টাকা গরীবদের উন্নয়নে খরচ করা হয়। তখন থেকেই এটা মাথায় ছিল। তবে রাজ্যের সব জায়গায় নয়, বিশেষত আমার নির্বাচনী এলাকায় এটা করার চেষ্টা করব।’
এটা নিয়ে অবশ্য ঘরে-বাইরে সমর্থন বিরোধিতা উভয়ই হচ্ছে। বিরোধী দল কংগ্রেসের নেতা বালা বচ্চন এ প্রসঙ্গে বলেন, ‘ক্ষমতার বলে অন্ধ হয়ে গেছেন বিজয় শাহ। তিনি হয়তো জানেন না, তাঁর নিজের দপ্তরই ২৪২ কোটি টাকা ক্ষতিতে চলছে।’ তিনি আরও জানতে চান, রানির কোষাগারে যে টাকা জমা পড়েছিল সেটা কি রাজ্যের টাকা ছিল, না নিজের পকেট থেকে দিয়েছিলেন তিনি। নিজের দলের বন দপ্তরের মন্ত্রী গৌরিশঙ্কর শেজওয়ার বলেন, ‘সুদর্শন মন্ত্রীদের ক্ষেত্রে এই ব্যাপারটি ভালোই খাটবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজয় দেখতে ভালো নন।’