কাজ করে যাওয়ার পর ‘০’ অ্যামাউন্টের বিল পাঠালো সহ্স্থা !
কলকাতা টাইমসঃ
বাড়িতে গ্যাসের লাইনে কিছু সমস্যা দেখা দেওয়ায় মেকানিককে ডেকে পাঠান এক বৃদ্ধা। ইংল্যান্ডের ডেফার নামক সংস্থার তরফ থেকে তৎক্ষণাৎ লোক পাঠিয়ে তা ঠিক করে দেওয়া হয়। সংস্থার নিয়ম অনুযায়ী, পড়ে বৃদ্ধার কাছে অনলাইনে বিল পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বিল দেখে থ বনে যান ৯১ বছর বয়সী ওই বৃদ্ধা। সত্যিই অস্বাভাবিক একটি বিল পাঠানো হয়েছে তাকে। বিলের টোটাল অ্যামাউন্ট ‘শূন্য’! ইংল্যান্ডের বার্নলে এলাকার ঘটনা।
কিন্তু কেনো নেওয়া হয়না পারিশ্রমিক? জানা যাচ্ছে ওই বৃদ্ধা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিষেবা সর্বারোহকারী ডেফার সংস্থার মালিক জেমস অ্যান্ডারসন জানাচ্ছেন, তিনি একটি অলাভজনক সংস্থা চালান। একই সঙ্গে কোনো দুস্থ এবং অসহায় মানুষের কাছ থেকে কোনো বিল নেয় না। ঘটনার কথা জানাজানি হতেই নায়কের আসনে বসানো হয়েছে জেমসকে। তিনি জানান, ওই বৃদ্ধাকে আমরা ২৪ ঘন্টা সমস্ত রকম পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।