বার্সার সঙ্গে দফারফা করতে আসরে সিনিয়র মেসি

কলকাতা টাইমসঃ
মেসিকে নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে এবার বার্সা প্রেসিডেন্ট বার্তেমেয়ুর সাথে বৈঠকে বসতে চলেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বুধবার বার্সা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন মেসির বাবা হোর্হে মেসি। প্রসঙ্গত, এর আগে মেসির নতুন দাবীদারকে বুঝে নিতে ম্যানসিটির সঙ্গেও বৈঠক সেরেছেন সিনিয়র মেসি।
সহজ পথে মেসির বার্সা ছাড়ার ব্যাপারটা নিশ্চিত করার পক্ষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন সিনিয়র মেসি। অন্যদিকে বার্সা প্রধানের টার্গেট থাকবে কোনো মূল্যে মেসিকে দলে ধরে রাখা।বিশেষজ্ঞদের ধারণা, আগামীকালই নির্ধারণ হতে পারে মেসির ভবিষ্যত। মেসির যে কোনো ক্রাইসিসেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় মেসির পিতাকে।