বর্ণবিদ্বেষের চাঞ্চল্যকর অভিযোগ ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে
কলকাতা টাইমসঃ
ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের চাঞ্চল্যকর অভিযোগ আনলেন প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মের্কেল। এই বিস্ফোরক দাবি আপাতত আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক চ্ছেদ করেন হ্যারি-মেগান দম্পতি। বর্তমানে তারা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একদম সাধারণ জীবনযাপন করছেন।
এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তার ছেলে অর্চির গায়ের রংয়ের জন্য তাকে প্রিন্সের তকমা দিতে চায়নি ব্রিটেনের রাজপরিবার। রবিবার মেগান বলেন, “ছেলের গায়ের রং নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলতো রাজপরিবারে।” তিনি জানান, “আমার সব থেকে বড় ভুলটি হল আমি রাজ পরিবারকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম সেখানে আমাকে সুরক্ষিত রাখা হবে।”
প্রসঙ্গত, মেগানের মা কৃষ্ণাজ্ঞ, বাবা শ্বেতাঙ্গ। ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারির সঙ্গে। স্বভাবতই মেগানকে ভালোভাবে নেয়নি রাজ্পরিবার।