আজারেঙ্কার কাছে আত্মসমর্পণ করলেন সেরেনা উইলিয়ামস
কলকাতা টাইমসঃ
ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে কার্যত আত্মসমর্পণ করলেন সেরেনা উইলিয়ামস।নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বৃহস্পতিবার ইউএস ওপেনের সেমিফাইনালে সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আজারেঙ্কা। শনিবারের ফাইনালে এই বেলারুশ তারকা মুখোমুখি হবেন জাপানের নওমি ওসাকার সঙ্গে।
আজারেঙ্কা সাত বছর পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছেন। ২০১৩ সালে শেষ ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। সেদিন কিন্তু সেরেনার কাছে হেরে গিয়েছিলেন। গ্র্যান্ড স্ল্যামে এর আগে কখনওই সেরেনাকে হারাতে পারেননি আজারেঙ্কা।