ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, মোকাবেলায় ৭৪ লক্ষ টাকা
কলকাতা টাইমসঃ
বাংলাদেশ বর্ডার সংলগ্ন উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। সরকারি হিসেবে ইতিমধ্যেই আক্রান্ত ২০০ জন। বেসরকারি হিসেবে সেটা কয়েক হাজার। হাবড়ার পর এবার ডেঙ্গু ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে বনগাঁয়। বনগাঁ হাসপাতালে ইতিমধ্যেই জ্বর নিয়ে ভর্তি হয়েছে বহু মানুষ। তাদের বেশির ভাগেরই ধরা পড়েছে ডেঙ্গি।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসরে নেমেছে রাজ্য সরকার। দ্রুত পরিস্থিতি মোকাবেলায় ৭৪ লক্ষ টাকা মঞ্জুর করেছে সরকার। অস্থায়ী হিসেবে ৪৫০ কর্মী নিয়োগ করার নির্দেশ দিয়েছে নবান্ন। হাবড়া এবং বনগাঁ হাসপাতালে এখন উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামলাতে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ভাইরোলজিস্ট এবং প্রশিক্ষিত নার্স পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।