ভয়াবহ বন্যার কবলে কেনিয়া, মৃত ২০০, ২ লাখের বেশি মানুষ ঘর ছাড়া
নিউজ ডেস্কঃ
কেনিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এছাড়া ২ লাখ দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।বুধবার এমনই তথ্য জানিয়েছে রেড ক্রস।
রেড ক্রস আরও জানিয়েছে, বন্যা আক্রান্ত পরিবার গুলিকে গারিসা ও তানা নদী এলাকার নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। পরিস্রুত পানীয় জলের চরম সংকট থেকে বাঁচাতে, ইতিমধ্যে তাদের মধ্যে প্রতি ঘণ্টায় ৪ হাজার লিটার করে জল বিরতণ করা হচ্ছে। মার্চে উত্তর কেনিয়ার তানা নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় এখনো বন্যার সাথে মোকাবেলা করছে এই অঞ্চলের মানুষ। গত এক মাসে বিপুল সংখ্যক মানুষ গৃহহারা হয়েছে।
তবে শেষের দিকে অধিকাংশ মৃত্যুর ঘটনাই ভূমিধসের কারণে বলে জানা গেছে। ভূমিধস থেকে রেহাই পেতে স্থানীয় মানুষজনকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দিলেও দুর্ঘটনা এড়াতে পারেনি অঞ্চলটি। জাতিসংঘ জানিয়েছে, নদী ভাঙ্গন ও বন্যার কারণে ইতিমধ্যে অন্তত সাড়ে আট হাজার হেক্টর কৃষিজমি জলের নিচে তলিয়ে গেছে।