নর্দমার জলই করোনার উৎস ইউরোপে !
কলকাতা টাইমসঃ
নর্দমার জল থেকেই করোনায় আক্রান্ত হয় ইউরোপ! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সাম্প্রতিক গবেষণায়।সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, ইতালির মিলান এবং তুরিন শহরে গত ডিসেম্বরে নর্দমার জলে প্রথম করোনার অস্তিত্ব খুঁজে পান গবেষকরা। ১৮ ডিসেম্বর সেই জল সংগ্রহ করা হয়েছিল বলে খবর। ফেব্রুয়ারির মাঝামাঝি মেলে করোনা রোগীর সন্ধান।
ইউরোপের প্রথম করোনা থাবা বসায় ইতালিতে। দেশের কডঙ্গও শহরে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে। জানা যায় চীনের এক দম্পতি সেখানে বেড়াতে এসেছিলেন। স্পেনের একটি গবেষণা বলছে, জানুয়ারির মাঝামাঝি সেদেশের নর্দমার জলে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর দেড় মাস পর সেদেশে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার বিশের মোট ৮৭,৭৬৪৪৮ জন মানুষ আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত ৪,৬২৮৯৭ জন। আমেরিকায় এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২,৯৭০০০ মানুষ। মৃত্যু হয়েছে ১,২১,৪০৭ জনের।