রাজনীতির ময়দানে নামতে চলেছেন শহীদ আফ্রিদি !
কলকাতা টাইমসঃ
তবে কী ইমরানের মতোই রাজনীতির ময়দানে নামতে চলেছেন শহীদ আফ্রিদি? একটি টিভি চ্যানেলে বসে তেমনটাই আভাস দেন তিনি। ইমরান খানের মতো নিজেই কোন নতুন দল গড়ে রাজনীতিতে আসবেন কি না এমন প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, এখনো তেমন কোনো পরিকল্পনা নেই। তবে আমার রাজনীতিতে আসার সম্ভাবনা ৫০ শতাংশ।
আফ্রিদির জানান, আমার দৃষ্টিতে রাজনীতিকরা হচ্ছে জনগণের সেবক। তাদের সেভাবেই জনগণকে সেবা করা উচিত। পাকিস্তানের আরেক অধিনায়ক ইমরান খান বর্তমানে প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব পালন করছেন। প্রিয় তারকার ভূয়সী প্রশংসাও ঝরেছে আফ্রিদির কণ্ঠে। ১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হয় আফ্রিদির। দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড সৃষ্টি করেন তিনি। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই ব্যাটসম্যান।