ঝুঁকি নিয়ে মানুষের পশে থেকে করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি
কলকাতা টাইমসঃ
করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। দেশ জুড়ে চলা করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই রাস্তায় নেমেছিলেন পাকিস্তানের এই মারকুটে অলরাউন্ডার। অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে। সূত্রের খবর আফ্রিদি নিজেই এখন করোনা আক্রান্ত। আজ শনিবার তাঁর করোনা টেস্টার রিপোর্ট পজিটিভ এসেছে। আইসোলেশনে রাখা হয়েছে আফ্রিদিকে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তার পরিবারের সকল সদস্যদের।
লকডাউনের ফলে রুটি-রুজির সঙ্কটে পড়ে যাওয়া মানুষদের পাশে এসে দাঁড়ান আফ্রিদি ও তার স্বেচ্ছাসেবী সংস্থা। যার প্রশংসাও করেন হরভজন সিং থেকে শুরু করে দেশ বিদেশের বহু ক্রিকেটার। আফ্রিদি নিজেই তার করোনায় আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানান। দ্রুত সুস্থ হয়ে উঠতে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।