ধূমপান নিয়ে একি কাণ্ড শাহরুখ, আমির ও অমিতাভের মধ্যে ?
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’। একথা আমরা সবাই জানি, তবুও সেই একই ভুল করে চলি। এই একই কাণ্ড করেন বলিউড তারকারাও। তবে এই ধূমপান করা নিয়ে শাহরুখ, আমির ও অমিতাভের মধ্যে কী কাণ্ডটাই না হল জানেন?
সম্প্রতি, ‘থাগস অব হিন্দুস্থান’ ছবির জন্য বিগ বি অমিতাভের সঙ্গে শুটিং করতে হয়েছে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে। অমিতাভ বচ্চনের সঙ্গে এটাই আবার আমিরের প্রথম শুটিং। তাই বিগ বি-র মতো ব্যক্তিত্বের সঙ্গে কীভাবে শুটিং করবেন সে বিষয়ে আমির একটু অস্বস্তিতেই ছিলেন বটে। আমিরের সব থেকে বেশি সমস্যা হয়েছিল ধূমপান করা নিয়ে। অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বের সামনে তিনি ধূমপান করবেন কি করবেন না, এ নিয়ে বেশ সংশয়ে ছিলেন আমির। অগত্যা আমির এ বিষয়ে শাহরুখের দ্বারস্থ হয়েছিলেন। কারণ শাহরুখ বহু ছবিতে বিগ বি-র সঙ্গে কাজ করেছেন তাই তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন বলে মনে হয়েছিল আমিরের।
অমিতাভ বচ্চনের সামনে ধূমপান করা নিয়ে শাহরুখ আমিরের কথোপকথন শুনলে আপনিও না হেসে পারবেন না। শাহরুখের সঙ্গে এ বিষয়ে তার কী কথা হয়েছিল সম্প্রতি এ বিষয়ে নিজেই খোলাসা করেছেন আমির। দেখুন কী কথা হয়েছিল তাদের মধ্যে…
আমির- শাহ, আমার কি অমিতাভের সামনে ধূমপান করা উচিত?
শাহরুখ- হ্যাঁ করতেই পারো, কোনও সমস্যা নেই। আমিও ওনার সামনেই ধূমপান করি।
আমির- তুমি কি কখনও ওনাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞাসা করে খেয়েছো?
শাহরুখ- না, তা করিনি, তবে উনি (অমিতাভ বচ্চন) কখনও আমায় বাধাও দেননি।
আমির- তিনি (অমিতাভ বচ্চন) কখনও এবিষয়ে তোমাকে কিছু বলেছে? কীভাবে খাব ওনার সামনে?
শাহরুখ- প্রথম প্রথম দূরে গিয়ে খেও, তারপর ধীরে ধীরে কাছে এসে খেতে শুরু করো, সমস্যা হবে না।
ঘটনাচক্রে শাহরুখ-আমিরে এই কথাবার্তা অমিতাভ বচ্চনের কানে চলে যায় ফটোগ্রাফার অবিনাশ গোভারিকরের মাধ্যমে। তিনি পুরো বিষয়টি অমিতাভ বচ্চনকে বলে দেন। এরপর কী ঘটেছিল সেটাও বর্ণনা করেছেন আমির।
আমির বলেন, ‘একদিন ‘থাগস অব হিন্দুস্থান’-এর শুটিং শেষে অমিতাভ আমায় বলল, চলো আমির আমরা দুজনে একসঙ্গে গিয়ে একটা সিনেমা দেখি। যেতে যেতে তিনি আমায় বললেন শুনলাম, তুমি নাকি শাহরুখকে জিজ্ঞাসা করেছো যে আমার সামনে ধূমপান করা যায় কি না? আমি চমকে গিয়ে বললাম, আপনি কীভাবে জানলেন? অমিতাভ বললেন অবিনাশ বলেছে। তখন আমি সাহস করে জিজ্ঞাসা করেই ফেললাম। স্যার এ বিষয়ে আপনার মতামত কী? তুমি আপনার সামনে ধূমপান করতেই পারো, তবে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর এরপরেই আরও কিছুটা সাহস করে আমি অমিতাভকে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি কি ধূমপান করেন? তিনি বললেন, হ্যাঁ, করি।