January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

আজব : শাহরুখের ১৫০০, প্রিয়াঙ্কার ৮০ জোড়া আর বিদ্যার ৮০০

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিশ্বাস্য সংখ্যায় জুতো-জামা-কাপড় বা পরিধেয় অনেক কিছু সংগ্রহের বাতিক থাকে আলোচিত ব্যক্তিদের। কারও থাকে আচরণগত বাতিক।

ওইসব বিষয়ে তাদের এক ধরনের দুর্বলতা থাকে। ফিলিপাইনের প্রাক্তন স্বৈরশাসক মার্কোসের স্ত্রী ফার্স্টলেডি ইমেলদা মার্কোসের কয়েক হাজার জোড়া জুতোর গল্প তো দুনিয়াজুড়ে মশহুর। তো এবার জেনে নিন কয়েকজন বলিউড স্টারের দখলে থাকা শত শত জামা-জুতোর বয়ান-

শাহরুখ খান : বলিউড বাদশাহ শাহরুখের ওয়ারড্রোবে আছে এক শ বা দুই শ নয়- পনের শ জিন্স! তিনি ক্লাসিক, ডেনিম সব ধরনের জিন্সের অনুরক্ত। তার আলোচিত ছবির প্রায় সবগুলোতেই তাকে গেছে হরেক পদের জিন্স পরা অবস্থায়। শাহরুখের প্রিয় জিন্স ব্রান্ড কোনটি? এ নিয়ে বাদানুবাদ, তর্কাতর্কি আছে দুনিয়ার সেরা জিন্স কোম্পানিগুলোর মধ্যে। এর একটি  হচ্ছে অ্যাড্রিয়ানো গোল্ডসমাইড জিন্স (AG Jeans), এজি কোম্পানির দাবি অনেক বছর ধরেই এটা তার পছন্দের তালিকার শীর্ষে। তবে অন্যরাও ছেড়ে দিচ্ছেন না। আরেকটি পক্ষ বলছে তার প্রিয় ব্রান্ড হচ্ছে ডলসি অ্যান্ড গাব্বানা আরমানি। এই পক্ষের দাবি, এক সাক্ষাৎকারে এমনি বলেছিলেন শাহরুখ।
বছর বছর তার সংগ্রহে থাকা জুতো আর জিন্সের সংখ্যা বাড়ছেই শুধু। আর জিন্সের বাইরে তার রয়েছে ২৫৭ জোড়া জুতো (সর্বশেষ আপডেট)। জুতোর প্রতি দুর্বলতার বিষয়ে শাহরুখ, জুতোর ব্যাপারে আমি খুবই পছন্দপ্রেমী। আমি মনে করি জুতো হতে হবে আরামদায়ক। আগে শ্যুটিংয়ে বিদেশ গেলে তিনি জুতো সংগ্রহ করতেন- এখন নিজদেশেই পাওয়া যায় বলে আর সেই ঝামেলায় যান না। তবে ফুটবল বুটের ভ্যাপারে তার আগ্রহ আছে। তিনি নিজের এবং ছেলে-মেয়ের জন্য ফুটবল শ্যু নিয়ে আসেন। নিজের সংগ্রহের জুতোগুলো সম্পর্কে তার মত হচ্ছে- সারা জীবন ভরে পরার চেয়ে যথেষ্ট।

কঙ্কনা রানাউত : অভিনয় আর বিতর্ক সৃষ্টি- দুটোতেই চ্যাম্পিয়ন আলোচিত নায়িকা কঙ্কনা। তার বিশেষ শখ, শরীরে উল্কি (ট্যাটু) আঁকানো। তার ঘাড়ের পেছন দিকে ও পায়ে ট্যাটু আছে। ট্যাটুর মাধ্যমে তিনি নিজেকে স্টাইলিশ হিসেবে প্রমাণে সচেষ্ট থাকেন। কঙ্কনা ছাড়াও বলিউডে ট্যাটু দেখা যায় প্রিয়ঙ্কা চোপরা ও দীপিকা পারুকোনের শরীরেও। প্রিয়াঙ্কার হাতে লেখা আছে ‘ড্যাডিস লিল গাল’ অর্থাৎ বাবার ছোট্ট মেয়ে। সোনাক্ষি সিনহা সামনের দিকে গলায় আঁকিয়েছিলেন একটি স্টার চিহ্ন।

অক্ষয় কুমার : স্ট্যান্ট মাস্টার, ফিটনেস গুরু অক্ষয় বলিউডে সর্বোচ্চ রোজগার করা স্টারদের একজন। তার পিঠের মাঝখানে রয়েছে একটি উল্কি। ইংরেজি অক্ষরে ক্যালিগ্রাফি স্টাইলে লেখা রয়েছে আরাভ (Aarav), এটি আক্কি মানে অক্ষয়ের ছেলের নাম। এটি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তার যাবতীয় কর্মকাণ্ডের পেছনে পুত্রের স্থান কতোটা জুড়ে আছে।

বিদ্যা বালান : মেধাবী অভিনেত্রী বিদ্যা বালানকে শাড়িতেই বেশি পছন্দ করেন তার ভক্তরা। শানদার আর জাঁকজমকে পূর্ণ অনুষ্ঠানগুলোতে তিনি শাড়িতেই হাজির হতে পছন্দ করেন। তার সংগ্রহে থাকা শাড়ির সংখ্যা আট শ’র ওপরে। নিজে বাঙালি না হলেও তার শাড়িগুলোতে বাঙালিয়ানার ছাপ স্পষ্ট।  

প্রিয়াঙ্কা চোপরা : স্টেজে ৫ মিনিট পারফর্ম করার সম্মানি ৫ কোটি টাকা দাবি করে হালে সংবাদ শিরোনাম হওয়া সাবেক এই বিশ্ব সুন্দরী এখন বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত। হলিউডি টিভি সিরিয়াল কোয়ান্টিকো অভিনেত্রী প্রিয়াঙ্কার দুর্বলতা আছে জুতোর প্রতি, অনেকটা ইমেলদা মার্কোসের মতো। নিজের পায়ের জুতোর মাধ্যমেও তিনি নিজেকে তুলে ধরার চেষ্টা করেন বলে জানা গেছে। তার এখনকার সংগ্রহে রয়েছে ৮০ জোড়া জুতো। দুনিয়া সেরা একজন ফ্যাশন আইকন হিসেবে প্রিয়াঙ্কা স্যান্ডেল, পাম্পি, বুট- সব ধরনের জুতোই পায়ে দেন। তবে তার পছন্দের ব্রান্ড হচ্ছে ক্রিস্টিয়ান লৌবৌটিন। এই কোম্পানির নানান নকশা করা, পাথর-মেটাল-জড়িযুক্ত জুতোই বেশি পরতে দেখা যায় এই বলিউডি ‘জংলি বিল্লি’কে।  

প্রীতি জিন্টা : অল্প হাসলেই গালে আকর্ষণীয় টোল (ডিম্পল) পড়ে তাই প্রীতিকে অনেকেই বলেন বলিউডের ডিম্পল গার্ল। এক ইন্টারভিউতে এই অভিনেত্রী জানিয়েছিলেন তার অতিরিক্ত সাফ-সুতরোর বাতিক রয়েছে। পরিচ্ছন্নতা প্রীতি বা ময়লা-নোংরার ব্যাপারে অতি সতর্কতার কারণে তিনি নিজের ব্যবহারের বাথরুমও অন্য কারও সঙ্গে শেয়ার করতে রাজি নন।

Related Posts

Leave a Reply