কিছুতেই হিন্দি বলানো গেলো না সাকিব আল হাসানকে দিয়ে

কলকাতা টাইমসঃ
হাজার চেষ্টা করেও হিন্দি বলানো গেলো না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। যে কারণে বিশ্বজুড়ে বাঙালিদের প্রশংসায় ভাসছেন এই ক্রিকেটার। ভারতে আইপিএল খেলতে এসে বিভিন্ন স্পোর্টস টকে অংশ নিচ্ছেন তিনি। সেরকমই এক অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় শংকর, ভিভিএস লক্ষ্মণ ও সাকিব। উপস্থাপক প্রথমে তাদের ইংরেজিতেই প্রশ্ন করেন। কিন্তু ভারতীয় হওয়ায় বিজয়, লক্ষ্মণকে হঠাৎ করে হিন্দিতে প্রশ্ন করেন উপস্থাপক। এরই ধারাবাহিকতায় সাকিবকেও হিন্দিতে প্রশ্ন করা হয়। কিন্তু সাকিব বুঝতে পারলেও হিন্দি ভাষা এড়িয়ে জবাব দেন ইংরেজিতে। এরপরও একাধিকবার সাকিবকে হিন্দিতেই প্রশ্ন করে যাওয়া হয়।