ভারতের বিরুদ্ধে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব

কলকাতা টাইমসঃ
আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হওয়ার পর আজ ছন্দে ফিরতে চাইছে ভারত। একই সঙ্গে ঝালিয়ে নিতে চাইছে ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটিকেও।
শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে না বাংলাদেশ। আজ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন সাকিব আল হাসান। বিশ্রামে রাখা হবে অধিনায়ক মাশরাফি এবং ওপেনার তামিম ইকবালকে। বাংলাদেশের ১৫ তম প্লেয়ার আবু জায়েদ রাহীরকেও মাঠে নামিয়ে পরখ করে নিতে চাইছে বাংলাদেশ।