January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

প্যালিস্তিনি হত্যার প্রতিবাদে ইসরায়েলে কনসার্ট বাতিল করলেন শাকিরা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইসরায়েলে কর্নসার্ট না করার সিদ্ধান্ত নিলেন বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরা।প্যালিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদ হিসেবেই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সেখানে কনসার্ট না করার জন্য শাকিরাকে আহ্বান জানিয়েছিলেন দেশ বিদেশের খ্যাতনামা নানান ব্যক্তি ও সংগঠন। অবশেষে তেলআবিবে কনসার্ট করার সেই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানালেন তিনি।

যদিও কনসার্ট থেকে সরে আসার পেছনে আরও দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্র্যামি-জয়ী কলম্বিয়ান শিল্পী শাকিরার পূর্ব-পুরুষ ছিলেন লেবানিজ। তেলআবিবে কনসার্ট করার পর লেবাননেও কনসার্ট করার কথা ছিল শাকিরার। কিন্তু অনেকেই দাবি তোলেন, ইসরায়েলে পারফর্ম করলে লেবাননের কনসার্ট বাতিল করা হবে।

অন্যদিকে, শাকিরা ইউনিসেফের শুভেচ্ছাদূত। প্যালিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতার অনেক কিছুই নথিবদ্ধ করা আছে ইউনিসেফের কাছে। ইসরায়েলকে শিক্ষা ও সাংস্কৃতিকভাবে বয়কট করা এবং সেখানে অংশ নেওয়া থেকে বিরত থাকার বিশেষ বাধ্যবাধকতা রয়েছে শিল্পী ও বিশেষ করে জাতিসংঘের শুভেচ্ছা দূতদের। এটাও একটা বড় কারণ হতে পারে। এদিকে, শাকিরার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্যালিস্তিনিরা। তাদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শাকিরার নাম ব্যবহার করে গাজার সাম্প্রতিক হত্যাযজ্ঞকে ধামাচাপা দেওয়ার যে পরিকল্পনা করেছিল ইসরায়েল, তা ব্যর্থ হয়েছে।

 

Related Posts

Leave a Reply