September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ক্রিকেটের লজ্জা! শতরান আটকাতে ইচ্ছেকরে নো-বল করে বসলো বোলার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রিকেট মাঠে আবার বিতর্ক। ইংল্যান্ডে সমারসেট ক্রিকেট লিগে মিনহেড ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল পার্নেল ক্লাবের। যে ম্যাচে পার্নেল ক্রিকেট ক্লাবের এক বোলারের আচরণ বিতর্কের জন্ম দিলো। বোলারের অ-ক্রিকেটীয় আচরণের জন্য মিনহেডের এক ব্যাটসম্যান জীবনের প্রথম শতরান থেকে বঞ্চিত হলেন।

জানা যায়, মিনহেড সিসির জে ডারেল ৯৮ রানে ব্যাট করছিলেন। শতরানের জন্য তার প্রয়োজন ছিল আর ২ রান। মিডহেডের জয়ের জন্যও দরকার ছিল ২ রান। এরপরই ঘটে যায় সেই  ঘটনাটি। পার্নেল সিসির বোলারটি ইচ্ছাকৃতভাবে নো বল করে বসেন। যা সোজা বাউন্ডারির বাইরে চলে যায়। মিনহেড ম্যাচটি জিতে গেলেও জে ডারেলের শতরান করা আর হয়নি। খেলার পর বিপক্ষ দলের বোলারের এমন আচরণ মেনে নিতে পারেননি মিনহেডের ক্রিকেটাররা। তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। আঙ্গাস মার্শ টুইটারে বলেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ঘটনা।’‌ ঘটনার কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মর্গ্যান এবং প্রাক্তন ইংলিশ ক্রিকেটার রব কী।

পিয়ার্স মর্গ্যান বলেন, ‘‌এরকম ঘটনাও ঘটল। বোলারটির লজ্জা হওয়া উচিত।’‌ রব কী বোলারটির ওপর ক্ষেপে গিয়ে জানান, ‘‌বিষয়টি আতঙ্কজনক।’‌ যার শতরান হাতছাড়া হয়েছে সেই জে ডারেল টুইটারে বলেছেন, ‘‌ক্রিকেটের লজ্জা। অবশ্য আমাদের সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।’‌ তবে এরকম কাজ করার পর সেই বোলারের মধ্যে কোনও অনুতাপ দেখা যায়নি। তাকে হাসতে দেখা গেছে। যদিও পার্নেল ক্রিকেট ক্লাব গোটা ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, ‘‌আমাদের এক ক্রিকেটার স্পিরিট নষ্ট করেছে। ক্লাবের নিয়মশৃঙ্খলা ভেঙেছে। আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’‌

মিনহেড ক্লাব জানায়, ‘‌বিষয়টি দেখতে মোটেও ভাল লাগেনি। তবে একটা দুরন্ত ইনিংস খেলেছে জে ডারেল। দারুণ জয় পেয়েছে দল। গোটা ঘটনার জন্য পার্নেল অধিনায়ক আমাদের ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু এই ধরণের ঘটনা খেলার মাঠে হওয়া উচিত নয়।’‌  ‌‌

 

Related Posts

Leave a Reply