ভারতীয় সমর্থকদের বিদ্রুপের মুখে শেন ওয়ার্ন
কলকাতা টাইমসঃ
প্রাক্তন অজি ক্রিকেটার শেন ওয়ার্ন বলেন, অ্যাডিলেড টেস্ট জিতলেও পার্থে দাঁড়াতে পারবে না ভারত। টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। পার্থ টেস্ট শুরুর আগে শুক্রবার টুইট করে এমনই দাবি করেন ওয়ার্ন।
আর এই টুইটকে ঘিরেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন কিংবদন্তি এই লেগস্পিনার। টুইটে ওয়ার্ন লেখেন, ‘পার্থে দ্বিতীয় টেস্টের আগে দুই দলকেই শুভেচ্ছা। তবে আমার ভারতীয় ফ্যানদের জন্য দুঃখিত। কারণ আমার মনে হয় পার্থের এরকম সবুজ, দ্রতগতিসম্পন্ন, বাউন্সি পিচে অজিরা ভারতকে উড়িয়ে দেবে। আশা করি নিজের পুরনো ফর্মে ফিরে ম্যাচে অন্তত ১০টি উইকেট পাবেন স্টার্ক। পাশাপাশি ফিঞ্চও শতরান করবেন।’
এরপরই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পাল্টা টুইট করতে থাকেন। কেউ লেখেন, ‘ফিঞ্চ যদি ১০০ করে, তাহলে আমাদের কেএল রাহুল দ্বিশতরান করবেন।’ কেউ আবার লেখেন, ‘টেস্টের পঞ্চম দিনের পর ওয়ার্নের দেখা মিলবে তো!’ আর দিনের শেষেও দেখা গেল কিছুটা লড়াই করলেও অজিরা আহামরি কিছু ব্যাটিং করেনি। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭ রান। ক্রিজে আছেন টিম পেইন (২২) ও প্যাট কামিন্স (১১)। আর শতরান নয় ৫০ রান করেই আউট হন অ্যারন ফিঞ্চ।