ঘোমটা দিয়ে মুখ ঢেকে অপেক্ষা করা নয়, ঘোড়ায় চেপে তরুণী নিজেই গেলেন বিয়ে করতে !
নিউজ ডেস্কঃ
ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে থাকার কথা ছিল তার৷ কিন্তু সেই কাজটা করতে চাননি তিনি৷ তার চোখে ও তার পরিবারের চোখে ছেলে ও মেয়ের মধ্যে কোনও পার্থক্য নেই৷ তাই নিজের বিয়েতে তিনি বিয়ে করতে গেলেন ঘোড়ায় চড়ে৷ শুধুমাত্র এই বার্তা দিতে যে, একটা ছেলে যা করতে পারে, ঠিক তেমনটাই করতে পারে একটা মেয়েও৷
জানা গেছে, নেহা কিছার নামে এই তরুণী নিজে একজন আইআইটি গ্রাজুয়েট৷ তার এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার পিছনে পরিবারের সম্পূর্ণ সমর্থন ছিল৷ রাজস্থানের নওয়ালগড়ের ঝুনঝুনু জেলায় এমনই ছবি ধরা পড়েছে৷ রীতি অনুযায়ী রাজস্থানে বিয়ের আগে বানডোরি নামে একটি আচার পালন করা হয়৷ সেই আচারের অংশ হিসেবেই নেহাকে দেখা গেল ঘোড়ায় চড়ে বিয়ের অনুষ্ঠানস্থলে যেতে৷
মথুরা রিফাইনারিতে ইন্ডিয়ান অয়েলের অফিসার হিসেবে কাজ করেন নেহা৷ তার পরিবার সবসময়েই চেয়ে এসেছেন, ছেলের মতোই মানুষ হোক তাদের মেয়ে৷ কোথাও কোনও কমতি রাখেননি তারা৷ নেহার মধ্যেও সেই ভাবনা কাজ করেছে৷ ছেলে ও মেয়ের মধ্যের সেই পার্থক্য মুছে ফেলতেই নেহা ও তার পরিবারের এমন উদ্যোগ বলে জানিয়েছেন তারা৷