January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ট্রাক মেরামতিতে ওস্তাদদেরও হার মানান প্রথম মহিলা মেকানিক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কজন মানুষ ততক্ষণ হার মানেন না, যতক্ষণ তিনি নিজে হার মানা স্বীকার না করে নেন৷ এ কথা মাথায় রেখেই কঠিন জীবন বেছে নিয়েছিলেন শান্তি দেবী। প্রথম জীবনে দিল্লির পাশ্ববর্তী অঞ্চলে চা বিক্রি করলেও, আশ্চর্যভাবে গাড়ি মেরামতির কাজ বরাবর দৃষ্টি আকর্ষণ করেছিল তাঁর৷ আর সেই প্রাথমিক ভাল লাগা থেকেই গাড়ি সারাইয়ের কাজ করতে আসা।

স্বামীর কাছ থেকে গাড়ি মেরামতির হাতেখড়ি শিখে শান্তি দেবী এখন দিনে কমপক্ষে ১৫-২০টি গাড়ির টায়ার একাই সারান তিনি। এতেই থেমে নেই, রীতিমতো বড় ট্রাক মেরামতির কাজ করেও সকলকে অবাক করে দিয়েছেন ৫৫ বছরের এই মহিলা।

‘মহিলারা এত কঠিন জিনিস সামলাতে পারবেন না!’- এমন কথা তো প্রতি মুহূর্তে মেয়েদের শুনতে হয়। ঠিক এই কথাই শুনতে হয়েছিল শান্তি দেবীকেও। কিন্তু এমন কথায় বিশেষ কান না দিয়ে কাজে মন দিয়েছিলেন তিনি। আর সেই কাজের ফল এখন সকলের সামনে।

ভারতের প্রথম মহিলা ট্রাক মেকানিক হিসাবে খ্যাতি লাভ করেছেন তিনি। নিজের অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করে স্বপ্নকে সত্যি করতে পারা শান্তি দেবী বহু মহিলার কাছে যে এক অপূর্ব দৃষ্টান্ত, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Related Posts

Leave a Reply