স্কুলকে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলো এক পাল ভেড়া!
কলকাতা টাইমসঃ
শেষমেষ একটি স্কুলকে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলো এক পাল ভেড়া!বর্তমানে স্কুলে শিক্ষার্থী ২৬১ জন। কিন্তু নিয়ম অনুযায়ী স্কুল সচল রাখতে প্রয়োজন আরও ১৫ জন ছাত্র-ছাত্রী। কিন্তু তা মিলবে কোথায়? দিন দিন পড়ুয়ার সংখ্যা কমেই চলেছে। এমন সময় রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ন হলো ভেড়া। বাছাই করা ১৫ টি ভেরাকেই স্কুলে ভর্তি করা হলো, স্কুল বাঁচাতে। ঘটনাটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার একটি প্রাইমারি স্কুলের।
গত মঙ্গলবার স্কুলের অন্য অভিভাবকরা ভেড়াগুলিকে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দেন। জানা গেছে, স্থানীয় এক চাষী তার নিজের ৫০ টি ভেড়ার মধ্যে থেকে ১৫ টি ভেড়ার বার্থ সার্টিফিকেট দেখিয়ে তাদের স্কুলে ভর্তি করিয়ে এ যাত্রায় স্কুলটিকে রক্ষা করেন।