ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে গোলাবর্ষণ: ভালো চোখে দেখছে না ন্যাটো
কলকাতা টাইমসঃ
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে গোলাবর্ষণ, মোটেও ভালো চোখে দেখছে না ন্যাটো। রবিবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এই ঘটনাকে ন্যাটোর প্রতি হুমকি বলেই মনে করছে পোল্যান্ড। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মার্সিন প্রজাইডাকজ এই বার্তা দেন।
প্রসঙ্গত, রবিবার পোল্যান্ড সীমান্তের ২০ কিলোমিটার দূরে অবস্থতি ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩৫ জন নিহত হয়। আহত প্রায় ১৫০। রাশিয়ার এই হামলাকে ন্যাটোর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচেষ্টা বলে মন্তব্য করেন পোলিশ পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, “তারা অবশ্যই জানে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি এলাকায়। তারপরও তারা সেখানে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা ন্যাটোকে হুমকি দিচ্ছে। এই হামলা সেই বার্তাই বহন করে।”