ঘরের মাঠে আজ আক্রমণাত্মক ফুটবলই খেলাতে চান শেরিংহাম
নিজস্ব প্রতিবেদনঃ এটিকে’র চিফ কোচ শেরিংহ্যাম জানেন, আগামী দু’টি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলেই প্রথম চারের মধ্যে ঢুকে পড়া সম্ভব। বুধবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে হারানোর জন্য দলকে আক্রমণাত্মক ফুটবলই খেলাতে চান তিনি। গোলের জন্য তিনি তাকিয়ে তারকা স্ট্রাইকার রবি কিনের দিকে। তাঁর প্রশংসা করে এদিন শেরিংহ্যাম বলেন, ‘কিনের অভিজ্ঞতা প্রচুর। ইন্ডিয়ান সুপার লিগে ওর থেকে দলের বাকিরা অনেক কিছু শিখতে পারছে। অনুশীলনেও ও প্রতিদিন এমন কিছু করে যার থেকে শিখে নেওয়ার প্রচুর উপাদান থাকে। এই কারণেই কিনকে ভারতে আসতে বলেছিলাম। বুধবার ঘরের মাঠে গোয়াকে হারাতে পারলে প্রথম চারে ঢোকার ব্যাপারে কিছুটা এগিয়ে যাওয়া যাবে। তাই আক্রমণাত্মক ফুটবলই খেলবে ফুটবলাররা। তবে রক্ষণ অবশ্যই জমাট রাখতে হবে। দ্রুত গোল তুলে নিতে পারলে প্রতিপক্ষ চাপে পড়তে বাধ্য। গোয়া যথেষ্ট সংঘবদ্ধ দল। তাই কোনওভাবেই ওদের হালকাভাবে নিচ্ছি না।’
অ্যাওয়ে ম্যাচ হলেও তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে গোয়ার ফ্র্যাঞ্চাইজিটি । সহকারী কোচ ডেরেক পেরেরার বক্তব্য, ‘বুধবার জিততে পারলে প্রথম চারের মধ্যে নিজেদের দেখতে পাব। এটিকে’র বিরুদ্ধে রক্ষণ সংগঠন জমাট রাখতে হবে। আমাদের লক্ষ্য থাকবে, দ্রুতগতির প্রতি-আক্রমণে বিপক্ষ দুর্গ ভাঙা।’