দুনিয়াকে তাজ্জব করে দিয়ে আজীবনের চীন সম্রাট শি জিনপিং
নিউজ ডেস্কঃ
চীনের সংবিধানে রবিবার বেশ বড় আকারের একটি পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং অনির্দিষ্টকালের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকার ক্ষমতা অর্জনে সক্ষম হবেন।
রবিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রায় ৩০০০ প্রতিনিধি সংবিধান সংশোধনে ভোট প্রদান করেন। ২ হাজার ৯৬৪ ব্যালটের মধ্যে দুই জন প্রতিনিধি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিন জন ভোট দেননি।
চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেসের প্রতিনিধিরা পরপর দুই বারের (১০ বছর) বেশি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট না থাকার যে বিধান সেটি সংশোধনে ভোট দিয়েছেন।