বিশ্বকাপ থেকে বিদায় নিলেন শিখর ধাওয়ান
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপের আর কোনো ম্যাচই খেলতে পারবেন না ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। পাকাপাকি ভাবেই তাকে দল থেকে ব্যাড দেওয়ার সিদ্ধান্ত নিলো আইসিসি। প্রসঙ্গত, ৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ বলে ১১৭ রান করেন শিখর। ব্যাটিংয়ের সময় প্যাট কমিন্সের বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি ধাওয়ান।
বুধবার এক টুইট বার্তায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়, হাতের হাড় ভেঙে যাওয়ায় এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে খেলতে পারবেন না ধাওয়ান। জানা যাচ্ছে তার সেড়ে উঠতে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। ধাওয়ানের জায়গায় ঋষভ পন্থ বর্তমানে ইংল্যান্ডে।