সানি লিওনের ঘরের জুতার দোকান!
কলকাতা টাইমস :
দোকানে জুতো কিনতে গেলে দোকানের আলমারিতে থরে থরে জুতো সাজানো রয়েছে এটা তো আমরা প্রায় সবাই দেখি। তবে কারোর বাড়ির ওয়ার্ড্রবে এভাবে জুতো সাজানো রয়েছে এমনটা কি দেখেছেন?
কথা হচ্ছিল সানি লিওনের। মুম্বইয়ে একটি নতুন বাংলো কিনেছেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সেই বাংলোতেই লম্বা একটি ওয়ার্ড্রব বানিয়েছেন সানি। সেই ওয়ার্ড্রবের এক সাইটে শুধুই থরে থরে সাজানো রয়েছেন সানির জুতো। সংখ্যাটা যে ঠিক কতো তা গুনতে পারা বড়ই মুশকিল। সানি নিজেই তার জুতোর কালেকশনের ভিডিও করে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘জুতো নিয়ে আমার কোনো সমস্য নেই, বিশ্বাস করুন…’
সানির এই পোস্ট থেকেই বোঝা যায়, জুতোর প্রতি তার ভালোবাসা কতটা ।