যীশুর স্মরণে জুতো: দাম ২ লাখ !

কলকাতা টাইমসঃ
যিশুর আশীর্বাদধন্য জুতা ! তাই, দোকানের বাইরে লম্বা লাইন। আর দাম? মাত্র সোয়া ২ লক্ষ টাকা! সম্প্রতি এমনই কিছু জুতো বাজারে এনেছে নাইকি। সেই জুতো কিনতে হুলুস্থুলু কান্ড মার্কিন মুলুকে। জানা গিয়েছে, সাদা Nike Air Max 97s–এর ওই জুতা আসলে ‘Jesus Shoes’ নামে পরিচিত। জুতাটি তৈরি করেছেন ব্রুকলিনের ক্রিয়েটিভ লেবেল এমএসসিএইচএফ। আর এই জুতার বিশেষত্বই হল এর মধ্যে জর্ডান নদীর পবিত্র জল ভরা রয়েছে। শুধু কথার কথা নয়, সত্যিই জুতোয় রয়েছে জল।
শুধুমাত্র এই কারণেই এতো জুতোর এত দাম নয়। এর মধ্যেই লেখা রয়েছে, জলের ওপর দিয়ে যিশুর হাঁটার বিবরণ দেওয়া রয়েছে। আছে যিশুর রক্তের একবিন্দু চিহ্ন। ক্রুশবিদ্ধ যিশুর একটি চিহ্ন সহ কিছু ধর্মীয় চিহ্নও রয়েছে সুগন্ধযুক্ত ওই জুতার সোলে।